শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৫
খিলগাঁওয়ে শান্তিপূর্ণভাবে চলছে এসএসসি পরীক্ষা
Home Page » জাতীয় » খিলগাঁওয়ে শান্তিপূর্ণভাবে চলছে এসএসসি পরীক্ষাবঙ্গ-নিউজ ডটকমঃ ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধের মধ্যে রাজধানীর খিলগাঁওয়ে ৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা চলছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বঙ্গনিউজকে জানান, সহিংসতার মধ্যেও খিলগাঁও থানার ৪টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার জন্য সকাল থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
এছাড়া শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা অভিভাবকদের মাঝে পানি সর্বারহসহ পুলিশ বিভিন্ন সেবা প্রদান করছে বলেও জানান ওসি।
পরীক্ষার্থী ফাতেমা জাহানের বাবা ফিরোজ আলম বঙ্গনিউজকে জানান, খিলগাঁও গভ. স্কুলে মেয়েকে পরীক্ষা দিতে পাঠিয়ে কেন্দ্রের সামনেই অপেক্ষা করছি।
কেন্দ্রের সামনে অপেক্ষমাণ সব অভিভাবকদের পুলিশ পানিসহ সার্বিক সহযোগিতা দিচ্ছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২:২৬:৩৭ ৩২৯ বার পঠিত