শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৫

দূরপাল্লার বাস ভাড়া দ্বিগুণ

Home Page » জাতীয় » দূরপাল্লার বাস ভাড়া দ্বিগুণ
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৫



durpallar_bus_sm_729024054.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে ঢাকায় পুরোদমে চলছে যানবাহন। তবে দূরপাল্লার বাস ছাড়ছে কম। বিপদে পড়েই অনেককে যেতে হচ্ছে দূরের গন্তব্যে। আর এই সুযোগে বাসের ভাড়া দ্বিগুণ, কোথাও কোথাও তিনগুণ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) অবরোধের ৩৯তম দিনের শুরুতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো তিশা পরিবহন। সামনে যাত্রীদের হই-হুল্লোড়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেলো, এ পরিবহনের কর্তৃপক্ষ ১৭০ টাকার ভাড়া নিচ্ছে ৩০০ টাকা।

যাত্রী সোহেল বলেন, ভাড়া নিচ্ছে ৩০০ টাকা অথচ টিকিটে লিখছে ১৭০ টাকা। জালিয়াতির তো একটা সীমা থাকা উচিত।

এদিকে ওই বাসের সুপারভাইজার জাফর বলেন, ভাই অবরোধের একটু বেশি ভাড়া না নিলে ক্যামনে গাড়ি চালামু কন!

জনৈক যাত্রীর প্রশ্ন, একটু বেশি নিলে ২০০ টাকা নিতে পারেন। ৩০০ টাকা তো অনেক বেশি হয়ে যায়। রেগে গিয়ে সুপারভাইজার উত্তর দিলেন, ইচ্ছে হলে যান, না যাইলে নামেন।

একই অবস্থা এশিয়া লাইন পরিবহনেও। ১৭০ টাকার ভাড়া নিচ্ছে তারা ২৫০ টাকা।

ওই বাসের যাত্রী রানা বলেন, ভাই আমরা তো পড়ছি বিপদে। এখন তো যেতেই হবে।

চালকের উত্তর একটু ভিন্ন, এটাই সঠিক ভাড়া। অবরোধে জীবন রিস্কে থাকে। তার উপরে দিনে একটাই খ্যাপ মারতে পারি।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:০২   ৩১৭ বার পঠিত