দূরপাল্লার বাস ভাড়া দ্বিগুণ

Home Page » জাতীয় » দূরপাল্লার বাস ভাড়া দ্বিগুণ
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৫



durpallar_bus_sm_729024054.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে ঢাকায় পুরোদমে চলছে যানবাহন। তবে দূরপাল্লার বাস ছাড়ছে কম। বিপদে পড়েই অনেককে যেতে হচ্ছে দূরের গন্তব্যে। আর এই সুযোগে বাসের ভাড়া দ্বিগুণ, কোথাও কোথাও তিনগুণ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) অবরোধের ৩৯তম দিনের শুরুতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো তিশা পরিবহন। সামনে যাত্রীদের হই-হুল্লোড়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেলো, এ পরিবহনের কর্তৃপক্ষ ১৭০ টাকার ভাড়া নিচ্ছে ৩০০ টাকা।

যাত্রী সোহেল বলেন, ভাড়া নিচ্ছে ৩০০ টাকা অথচ টিকিটে লিখছে ১৭০ টাকা। জালিয়াতির তো একটা সীমা থাকা উচিত।

এদিকে ওই বাসের সুপারভাইজার জাফর বলেন, ভাই অবরোধের একটু বেশি ভাড়া না নিলে ক্যামনে গাড়ি চালামু কন!

জনৈক যাত্রীর প্রশ্ন, একটু বেশি নিলে ২০০ টাকা নিতে পারেন। ৩০০ টাকা তো অনেক বেশি হয়ে যায়। রেগে গিয়ে সুপারভাইজার উত্তর দিলেন, ইচ্ছে হলে যান, না যাইলে নামেন।

একই অবস্থা এশিয়া লাইন পরিবহনেও। ১৭০ টাকার ভাড়া নিচ্ছে তারা ২৫০ টাকা।

ওই বাসের যাত্রী রানা বলেন, ভাই আমরা তো পড়ছি বিপদে। এখন তো যেতেই হবে।

চালকের উত্তর একটু ভিন্ন, এটাই সঠিক ভাড়া। অবরোধে জীবন রিস্কে থাকে। তার উপরে দিনে একটাই খ্যাপ মারতে পারি।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:০২   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ