বুধবার, ১৫ মে ২০১৩
ডেসটিনি থেকে ঘুষ নেয় ৬ ডিসি, তদন্তে দুদক
Home Page » অর্থ ও বানিজ্য » ডেসটিনি থেকে ঘুষ নেয় ৬ ডিসি, তদন্তে দুদকবঙ্গ-নিউজ ডটকমঃ ডেসটিনিকে জমি দিতে ৬ জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে বিভিন্ন সময়ে ঘুষ নেয়ার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানটি। দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।সূত্র জানায়, জেলা প্রশাসকদের ঘুষ দিয়ে বিভিন্ন জেলায় জাল-জালিয়াতি করে ট্রি-প্লানটেশনের নামে জমি হাতিয়ে নেয় ডেসটিনি।
জানা গেছে, ডেসটিনি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডেসটিনি ট্রি-প্লানটেশনের জন্য পঞ্চগড়, ঠাকুরগাও, সিলেট, রংপুর, নীলফামারী ও দিনাজপুর জেলায় প্রতি একর জমি কিনতে এবং সরকারের অনুমোদন পেতে হলে জেলা প্রশাসকদের ঘুষ দেয়ার বিষয়ে তথ্য পায় দুদক টিম। এ ঘটনাটিও পৃথকভাবে অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।
দুদক জানায়, ডেসটিনি গ্রুপ দেশের বিভিন্ন জেলায় খাস জমিসহ নিরীহ লোকজনের জমি জোর করে দখল নিয়ে বহুতল ভবন তৈরি ও ট্রি-প্লানটেশনের স্বপ্ন দেখিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়। ডেসটিনির অফিসের নোটে রয়েছে, কোন কোন জেলা প্রশাসককে ঘুষ দিয়ে কিভাবে তারা জমি হাতিয়ে নিয়েছেন। বিষয়টি দুদকের নজরে এলে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ডেসটিনির বিরুদ্ধে এ অভিযোগ আমলে নিয়ে দুদকের সিনিয়র উপ-পরিচালক মাহমুদ হাসানের নেতৃত্বে একটি টিম সম্প্রতি অনুসন্ধান শুরু করেছে।
প্রসঙ্গত, দুদকের দায়ের করা দুই মামলায় ডেসটিনির এমডি রফিকুল আমীন, সভাপতি সাবেক সেনা প্রধান জেনারেল হারুন অর রশিদ, আমীনের স্ত্রী পরিচালক ফারাহ দীবা ও সভাপতি মোহাম্মদ হোসাইনসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দেয়া হয় গত বছর ৩১ জুলাই। ওই দুই মামলার তদন্ত শেষে এখন চলছে চার্জশিট তৈরির প্রস্তুতি।
মামলা দুটির তদন্ত করতে গিয়ে দুদক টিম আরও বেশ কিছু চাঞ্চল্যকর দুর্নীতির তথ্য পায়। যার মধ্যে রয়েছে ভুয়া লোককে ডেসটিনির সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা সাজিয়ে তাদের নামে গ্রাহকদের টাকা হস্তান্তর ও বিদেশে পাচার।
যার পরিমাণ প্রায় ৫শ কোটি টাকা হতে পারে বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা দিয়েছেন। আর এই জালিয়াতি ও বিদেশে অর্থ পাচারের বিষয়টি পৃথকভাবে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে দুদক।
বাংলাদেশ সময়: ১১:৫৭:০৫ ৫৫৫ বার পঠিত