মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০১৫

দেশের অন্যতম পর্যটন নগরী হতে পারে সুসং দুর্গাপুর

Home Page » আজকের সকল পত্রিকা » দেশের অন্যতম পর্যটন নগরী হতে পারে সুসং দুর্গাপুর
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০১৫



10408711_743139942459605_5977536669526680956_n.jpgতমাল সাহা,বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুর প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করে পর্যটকদের। দুর্গাপুর হতে পারে দেশের অন্যতম পর্যটন নগরী। রাখতে পারে অর্থনীতিতে বড় ভূমিকা। কিন্তু দুর্গাপুরের পর্যটন শিল্প বিকাশে নেই কোনো সরকারী বা বেসরকারি উদ্যোগ।নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। পাহাড় আর নদীর মিতালী এ দুর্গাপুরে। পাহাড়ি নদী সোমেস্বরীর সবুজ পানির সাথে সবুজ বৃক্ষের অপূর্ব মেলবন্ধন মুগ্ধ করে দর্শনার্থীদের।

নদী পার হয়ে একই পথে রানীখং মিশন, সাদা মাটির পাহাড়, দেখতে দেখতে বেলা চলে যায় পর্যটকদের। কিন্তু বেশ কষ্ট করে পর্যটকদের এ সৌন্দর্য উপভোগ করতে হয়। এখানে থাকার ভালো কোন ব্যবস্থা নেই। সরকারিভাবে শুধুমাত্র ভিআইপিদের জন্য কালচারাল একাডেমির রেস্ট হাউজ থাকলেও পর্যটকদের জন্য নেই কোন রেস্ট হাউজ।

পর্যটকরা জানান, ‘পর্যটন শিল্প হিসেবে দুর্গাপুরের যে প্রাকৃতিক রূপ রয়েছে। এটি একটি চমৎকার একটি জায়গা। এখানে এসে খুব ভালো লাগছে। সেই হিসেবে আমরা যদি সুন্দর রূপ দিতে পারি। তাহলে আন্তর্জাতিকভাবে এর একটা অবস্থান তৈরি হতে পারে।’

আর দুর্গাপুরের প্রকৃতির প্রাচুর্যকে পর্যটন শিল্পের বিকাশে কাজে লাগাতে সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা।

আগত দর্শনার্থীরা বলেন, ‘পর্যটন এলাকা হিসেবে সরকারকে উদ্যোগ নিতে হবে। তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আয় করা সম্ভব।’

এদিকে, বিজয়পুর সীমান্তে যাওয়ার জন্য ১০ কিলোমিটার সড়ক নির্মাণসহ পাহাড়ের পাদদেশে সরকারি বাংলো তৈরির কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক।

নেত্রকোনা জেলা প্রশাসক বলেন, ‘আমরা সরকারিভাবে বিজয়পুর সীমান্তে যাওয়ার জন্য ১০ কিলোমিটার সড়ক নির্মাণ করছি। একই সঙ্গে বিজয়পুরে উন্নতমানের একটি সরকারি বাংলো তৈরির করা হবে।’

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দুর্গাপুর উপজেলার আয়তন ২’শ ৭৮ দশমিক ২৮ বর্গ কিলোমিটার ও লোকসংখ্যা ১ লাখ ৯৮ হাজার ২’শ ৬০ জন।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৩০   ১৭০৯ বার পঠিত