সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০১৫
মিশরে ফুটবল লীগ স্থগিত, নিহতের সংখ্যা বেড়ে ৪০
Home Page » বিশ্ব » মিশরে ফুটবল লীগ স্থগিত, নিহতের সংখ্যা বেড়ে ৪০বঙ্গ-নিউজ ডটকমঃ মিশরে পুলিশের সঙ্গে ফুটবল ভক্তদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দু’বছরের জন্য ঘরোয়া ফুটবল লীগ স্থগিত করেছে দেশটির সরকার। কায়রোর উত্তর-পূর্বাঞ্চলের একটি স্টেডিয়ামের বাইরে এ সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ফুটবল দল জামালেক এবং ইএনপিপিআই’র মধ্যকার ম্যাচের ঠিক আগ মুহূর্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফুটবল ম্যাচকে কেন্দ্র করে টিকেট ছাড়া প্রবেশ করতে গেলে ভিড়ের চাপে পিষ্ট হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
এক সাধারণ দর্শকের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, স্টেডিয়ামে ঢোকার জন্য একটি মাত্র ফটক খোলা রাখায় এ ঘটনা ঘটে।
তবে জামালেক সমর্থকগোষ্ঠীকে ক্ষেপিয়ে তোলার অভিযোগে সমর্থকগোষ্ঠীর এক নেতার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এর আগে ২০১২ সালে দেশটির পোর্ট সৈয়দের একটি ফুটবল ম্যাচে দর্শকদের মধ্যে সংঘর্ষে নিহত হন ৭৪ জন।
বাংলাদেশ সময়: ১১:৩৫:২৪ ৩৪৫ বার পঠিত