বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৫

সরকারি কর্মকর্তাদের ২৫ হাজার ট্যাব বিতরণ শুরু

Home Page » আজকের সকল পত্রিকা » সরকারি কর্মকর্তাদের ২৫ হাজার ট্যাব বিতরণ শুরু
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৫



joy_bg_281240049.jpgবিশেষ প্রতিনিধিঃসরকারি কর্মকর্তাদের মাঝে ২৫ হাজার ট্যাব বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ২৫ হাজার সরকারি কর্মকর্তাকে এই ট্যাব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে কর্মকর্তাদের হাতে ট্যাব তুলে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ২৫ হাজার ট্যাবের মধ্যে বৃহস্পতিবার ১৮ হাজার ট্যাবলেট বিতরণ করা হয়।

এরপর সজীব ওয়াজেদ টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এ সময় তিনি বলেন, জীবনের পরিবর্তন আনার জন্যই এগুলো করা হচ্ছে। এসব ট্যাব মানুষের জন্য ব্যবহার করবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস এ সময় উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের হাতে হুয়াওয়ে ব্র্যান্ডের মিডিয়া প্যাড দেওয়া হচ্ছে। এর স্ক্রিনের আকার ১০.১ ইঞ্চি। এর অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড (আইসক্রিম স্যান্ডউইচ)। এটিকে জেলিবিন ৪.১-এ আপগ্রেড করা যাবে।

এতে আরো রয়েছে এক গিগা র‌্যাম, ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি তোলার জন্য ভিজিএ ক্যামেরা, কোয়াডকোর ১.২ গিগাহার্টজ প্রসেসর।

বাংলাদেশ সময়: ১২:২৬:২৭   ৩৩৪ বার পঠিত