সোমবার, ২ ফেব্রুয়ারী ২০১৫
জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা অনুমোদন
Home Page » আজকের সকল পত্রিকা » জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা অনুমোদনবিশেষ প্রতিনিধিঃজাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৫ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, জাতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৫ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি বলেন, ২০০৯ সালে এই নীতিমালাটি প্রণীত হয়েছিল। তাই এটি হালনাগাদ করার প্রয়োজনীতা দেখা দিয়েছ। সংশোধিত আকারে আজ মন্ত্রিসভায় উত্থাপন করা হলে নীতিমালাটির খসড়া অনুমোদন দেয়া হয়।
সচিব আরো বলেন, নীতিমালায় ২০১৬ সালে স্বল্প, ২০১৮ সালে মধ্যম এবং ২০২১ সালের মধ্যে যে তথ্য প্রযুক্তি বিষয়ক কার্যক্রম করা হবে তা উল্লেখ রয়েছে। নীতিমালায় ৫৬ টি কৌশলগত বিষয়, ৩০৬ টি করণীয় বিষয় এবং ১০ টি উদ্দেশ্য’র কথা বলা হয়েছে।
আইসিটিকে উন্নতকরণ, নাগরিক সেবা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয় নিশ্চিত করার জন্য এ নীতিমালা প্রণীত হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪:৫২:৪৮ ৩৪২ বার পঠিত