বুধবার, ২৮ জানুয়ারী ২০১৫

কুমিল্লায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২০

Home Page » সংবাদ শিরোনাম » কুমিল্লায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২০
বুধবার, ২৮ জানুয়ারী ২০১৫



car.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালকসহ ২০জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে চার কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার শাহাদাত জুট মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে- কুমিল্লার মুরাদনগর উপজেলার টামটা গ্রামের ট্রাক চালক সোহাগ (৩৫), বাস চালক সাহাব উদ্দিন (৪২), চট্টগ্রাম মীরসরাই এলাকার কাভার্ড ভ্যান চালক মোছলেম (৩৮), লালমনিরহাট কালীগঞ্জ এলাকার বাসযাত্রী সালামকে (৪০) ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে সাহাব উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা জানান।

এছাড়া, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমেনা বেগম নামে এক যাত্রী, মোহনা হাসপাতালে বাসযাত্রী ফুল মিয়া, দেলোয়ার হোসেন ও ইউনুছ মিয়া, ময়নামতি জেনারেল হাসপাতালে তিনজন, দাউদকান্দির গৌরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নারীসহ পাঁচজন চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী প্রিন্স পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় কাভার্ড ভ্যানের পেছনে থাকা বালুবাহী একটি ট্রাক কাভার্ড ভ্যানটিকে থাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে চালকদের উদ্ধার করে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তারা।

এদিকে, দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর কারণে ঘটনাস্থলের উভয় পাশের প্রায় চার কিলোমিটার এলাকয় যানজট সৃষ্টি হয়। আধা ঘণ্টা পর হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বিষয়টি বঙ্গনিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:১৯:০১   ৩৪৫ বার পঠিত