বুধবার, ২৮ জানুয়ারী ২০১৫
দুইনেত্রীর আলোচনার দাবিতে কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি
Home Page » জাতীয় » দুইনেত্রীর আলোচনার দাবিতে কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচিবঙ্গ-নিউজ ডটকমঃ চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে টানা অবস্থান কর্মসূচি শুরু করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী।
তার দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
একই সঙ্গে অযৌক্তিক লাগাতার অবরোধ প্রত্যাহারে খালেদা জিয়ার প্রতি দাবি জানানোসহ প্রধানমন্ত্রীকে সব দলের সঙ্গে আলোচনারও প্রস্তাব দিয়েছেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচি শুরু করার প্রাক্কালে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় কাদের সিদ্দিকী এ আহ্বান জানান ও কর্মসূচি ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী দেশের মালিক নন। দেশের মানুষের মঙ্গলের জন্য প্রয়োজনে তাকে চাঁড়ালের সঙ্গেও আলোচনায় বসতে হবে।
অন্যদিকে, খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আপনি যেমন শোকাহত, তেমনি অবরোধ চলাকালে যারা নিহত হয়েছেন, তাদের মায়েরাও সমপরিমাণ মর্মাহত। তাই, অবিলম্বে অবরোধ প্রত্যাহার করে সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে নতুন কর্মসূচি গ্রহণ করুন।
দুই নেত্রীকে অবিলম্বে একসঙ্গে বসার আহ্বান জানিয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী দাবি না মানা পর্যন্ত তিনি তার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারসহ কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৩:১১ ৩৪৫ বার পঠিত