বুধবার, ২৮ জানুয়ারী ২০১৫

অবরোধের মধ্যেই এসএসসি পরীক্ষা হবে

Home Page » আজকের সকল পত্রিকা » অবরোধের মধ্যেই এসএসসি পরীক্ষা হবে
বুধবার, ২৮ জানুয়ারী ২০১৫



nahid-1422425266.jpgবিশেষ প্রতিনিধিঃচলমান অবরোধের মধ্যেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০১৫ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি ও অগ্রগতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আশা করি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের মধ্যে ন্যূনতম মূল্যবোধ আছে এবং সেটি জাগ্রত হবে। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার আগেই অবরোধ-হরতাল, জ্বালাও-পোড়াও, ভীতি সৃষ্টিকারী কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

মন্ত্রী জানান, ২০ দলীয় জোটের জ্বালাও-পোড়াও কর্মসূচির কারণে সবাই উদ্বেগের মধ্যে আছে। পরীক্ষা বাধাগ্রস্ত করার জন্য কোনো ষড়যন্ত্র সফল হবে না। পরীক্ষার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, তা নেওয়া হয়েছে।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা-২০১৫।

বাংলাদেশ সময়: ১৩:১৮:৩৪   ৩৫৭ বার পঠিত