বুধবার, ২৮ জানুয়ারী ২০১৫
অবরোধে একুশে বই মেলার প্রস্তুতি বাধাগ্রস্ত
Home Page » আজকের সকল পত্রিকা » অবরোধে একুশে বই মেলার প্রস্তুতি বাধাগ্রস্তবিশেষ প্রতিনিধিঃবাংলাদেশের টানা অবরোধে একুশে বই মেলার জন্য প্রকাশকদের প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে।মাওলা প্রকাশনীর প্রকাশক আলমগির রহমান জানিয়েছেন, যান চলাচল বন্ধ থাকায় ছাপায় দরকারি সবচাইতে গুরুত্বপূর্ণ কাঁচামাল কাগজ ঠিকমতো পৌছাতে পারেনি।
তাই সব বই সময় মতো ছেপে বইমেলায় পৌছাতে পারবেন কিনা সেনিয়ে অনিশ্চয়তা।
এবার তারা কম বই ছাপছেন বলে জানিয়েছেন মি: রহমান।
ঢাকায় আর তিন দিন পরেই শুরু হচ্ছে একুশের বই মেলা।
বাংলাদেশের প্রকাশনা শিল্প মূলত বছরের এই একটা সময়েই সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকে।
ঢাকার বাংলা একাডেমীর মুল প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে বইমেলার বর্ধিত অংশ থাকবে।
ইতিমধ্যেই দোকান তৈরির কাজ শুরু হয়ে গেছে।
বই ছাপার কাজ জানুয়ারিতে থাকার কথা তুঙ্গে। কিন্তু এবার তা হয়নি।
অনেক গাড়িভাড়া দিয়ে কাগজ আনতে হচ্ছে।
অবরোধ-হরতাল চলতে থাকলে মেলায় দর্শনার্থী আসবেন কতটা সেনিয়েও রয়েছে শঙ্কা।
বাংলাদেশ সময়: ১০:১৪:২২ ৪০৮ বার পঠিত