মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
কোকোকে বনানী কবরস্থানে দাফনের অনুমতি দেয়া হয়নি
Home Page » জাতীয় » কোকোকে বনানী কবরস্থানে দাফনের অনুমতি দেয়া হয়নিবঙ্গ-নিউজ:কোকাকে বনানী আর্মি কবরস্থানে দাফনের অনুমতি দেয়া হয়নি। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
তিনি বলেন, সাবেক সেনাপ্রধান সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকো আর্মি কবরাস্থানে দাফনের অধিকার রাখেন। কিন্তু অজ্ঞাত কারণে দাফনের অনুমতি দেয়া হয়নি। এ ঘটনায় আমরা ব্যাথিত। কোকোকে কোথায় দাফন করা হবে তা পরে জানানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২:৩১:৩৮ ৩২০ বার পঠিত