মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
বার্গারের বদলে প্যাকেট ভর্তি টাকা!
Home Page » এক্সক্লুসিভ » বার্গারের বদলে প্যাকেট ভর্তি টাকা!বঙ্গ-নিউজ:বার্গার অর্ডার দিয়ে মিলেছে টাকা ভর্তি ব্যাগ! না, কোনো পুরস্কার হিসেবে নয়। সত্যি সত্যি বার্গার অর্ডার দিয়ে কাড়ি কাড়ি টাকা পেয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী।
শুনুন ঘটনাটি। কাজ থেকে বাড়ি ফেরার পথে জ্যানিলি জোন্স নামের ওই নারী তার ড্রাইভারকে দিয়ে বার্গার অর্ডার করিয়েছিলেন। কিন্তু বার্গারের বদলে হাতে পেয়েছেন প্রায় এক লাখ ৫৭ হাজার টাকা ও খাবার।
পরে ওই নারী তার স্বামীকে ফোনে করেন। স্বামীর পরামর্শেই ব্যাগ ভর্তি টাকাসহ খাবার বার্গারের দোকানে ফিরিয়ে দিয়ে আসেন তিনি।
ওই দিকে ব্যাগ সমেত টাকা পেয়ে অবাক দোকানের কর্মচারীও। হঠাৎ এতো টাকা কোথা থেকে কিভাবে এলো সেটা আবিষ্কারেই ব্যস্ত সব পক্ষ।
বাংলাদেশ সময়: ১২:১৬:৪৮ ৩৪৯ বার পঠিত