সোমবার, ২৬ জানুয়ারী ২০১৫
রাজশাহী বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল
Home Page » আজকের সকল পত্রিকা » রাজশাহী বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতালবিশেষ প্রতিনিধিঃখালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে। রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ সোমবার বেলা আড়াইটার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতালের ডাক দেন।
রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির এ তথ্য নিশ্চিত করেছেন। কামরুল মনির জানান, যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপারসনসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতালের আহ্বান করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৭ ৩৪৪ বার পঠিত