সোমবার, ২৬ জানুয়ারী ২০১৫
তথ্য প্রমাণ পেলেই খালেদা জিয়াকে গ্রেফতার : ডিএমপি কমিশনার
Home Page » জাতীয় » তথ্য প্রমাণ পেলেই খালেদা জিয়াকে গ্রেফতার : ডিএমপি কমিশনারবঙ্গ-নিউজ:ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেছেন অপরাধী যেই হোন না কেন, যথেষ্ট তথ্য প্রমাণ পেলে তাকে অবশ্যই গ্রেফতার করা হবে।
আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, নাশকতাকারী যেই হোক না কেন তাকেই আইনের আওতায় আনা হবে। ‘নাশকতার হুকুমদাতা, আশ্রয়দাতা, সহায়তাকারী এবং অর্থের যোগানদাতা যেই হোক না কেন তার সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস, ইব্রাহীম ফাতেমী, শেখ মারুফ হাসান ও যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
গত ২৩ জানুয়ারি যাত্রাবাড়ির ডেমরা রোডে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দায়ের করা মামলার অগ্রগতি সম্পর্কে এবং বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কি-না এমন প্রশ্নে জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘মামলার বিষয়টি পুলিশ তদন্ত করছে। প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলমান অবরোধ ও হরতালে ঢাকায় ৬৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১০৬ জনকে বোমা ছোড়ার সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।গ্রেফতারকৃতদের মধ্যে ৬১জন বিএনপি কর্মী ও ৪৯ জন জামায়াত-শিবির কর্মী বলে তিনি জানান। এছাড়া নাশকতার অভিযোগে রাজধানীতে ১৪৯টি ফৌজদারী মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নাশকতার অভিযোগে যে মামলাগুলো হয়েছে পুলিশ সবগুলো মামলাই গুরুত্ব দিয়ে তদন্ত করছে।’
ডিএমপি কমিশনার জানান, চলমান অবরোধে দুর্বৃত্তরা রাজধানীতে ১২০টি যানবাহনে অগ্নিসংযোগ ও ১২টি যানবাহন ভাঙচুর করেছে।
অবরোধে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশও আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অবরোধে ৩৬ জন পুলিশ দায়িত্ব পালনকালে আহত হয়েছে। এ ছাড়া দুই জন আনসার সদস্যও আহত হয়েছে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘রিয়াজ রহমানের মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। রিয়াজ রহমানের উপর হামলা করে কারা লাভবান হচ্ছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।’ সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন।তিনি ঘোষণা করেন, যানবাহনে অগ্নিসংযোগের সময় হাতেনাতে ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা, ককটেল ও হাতবোমা নিক্ষেপের সময় ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা এবং নাশকতার জন্য মজুদ দ্রব্যা
বাংলাদেশ সময়: ১৬:৪১:৪৫ ৩১৩ বার পঠিত