সোমবার, ২৬ জানুয়ারী ২০১৫

যশোরে অস্ত্র-গুলিসহ ৪ সন্ত্রাসী আটক

Home Page » সংবাদ শিরোনাম » যশোরে অস্ত্র-গুলিসহ ৪ সন্ত্রাসী আটক
সোমবার, ২৬ জানুয়ারী ২০১৫



gapter.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ যশোর শহরের ঘোপ জেলরোড বেলতলার জেদ্দা ট্রান্সপোর্ট থেকে অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।

এরা হলেন, যশোর শহরের পলিটেকনিক কলেজ এলাকার রাসেল হোসেন, ঘোপ বেলতলা এলাকার ইকরাম হোসেন, রাসেল ভিলা ও মিরাজ হোসেন।

যশোর উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুদ্দুস জানান, ভোর ৫টার দিকে চার সন্ত্রাসী ওই এলাকায় তাস খেলছিলেন। তাদের কাছে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় রাসেল হোসেনের কোমর থেকে একটি ইউএসএ’র নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বঙ্গনিউজকে বলেন, আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:২৪   ৩৬৮ বার পঠিত