সোমবার, ২৬ জানুয়ারী ২০১৫

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন কলম্বিয়ার পাউলিনা

Home Page » এক্সক্লুসিভ » মিস ইউনিভার্সের মুকুট জিতলেন কলম্বিয়ার পাউলিনা
সোমবার, ২৬ জানুয়ারী ২০১৫



paulina-vega-dieppa-miss-colombia-universe-2014.jpgবঙ্গ-নিউজ: মিস ইউনিভার্সের মুকুট জিতে নিলেন কলম্বিয়ার পাউলিনা ভেগা। বিশ্বের ৮০টি দেশের সুন্দরীদের হারিয়ে মুকুট জয় করেন ২২ বছর বয়সী এ সুন্দরী। রোববার রাতে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে তার মাথায় এ মুকুট পরিয়ে দেয়া হয়।

paulina-vega-miss-universe-colombia-2014.jpgপাউলিনা এর আগে মিস কলম্বিয়ার মুকুট জিতেছিলেন।
প্রতিযোগীতায় দ্বিতীয় সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিয়া সানচেজ।
আর তৃতীয় হয়েছেন ইউক্রেনের দিয়ানা হারকুশা।পাউলিনা বর্তমানে কলম্বিয়ার বারানকিলায় ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করছেন।উচ্ছ্বসিত পলিনা বলেন, ‘খুব গর্বের সাথে আমি মুকুটটি পরেছি।’
এদিকে পাউলিনার মুকুট জয়ের খবর তার দেশে ছড়িয়ে পড়লে সাধারণ জনগণ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করতে থাকে।
মুকুট জয়ের পর পাউলিনা সাংবাদিকদের বলেন, আমি এ মুহূর্তে দেশ থেকে দূরে থাকলেও তা মনে হচ্ছে না। এখানকার মানুষ আমাকে অনেক সার্পোট করেছে। মনে হচ্ছে আমি নিজের দেশেই আছি।
colombiana-296x445.jpgপ্রতিযোগীতার প্রথম থেকেই সকলের নজর কেড়েছিলেন এই তরুণী। শুধু সৌন্দর্য নয়, তার ব্যক্তিত্বের জোরে গোড়া থেকেই পাউলিনা ছিলেন প্রতিযোগিতার স্টার।সেরার সম্মান হিসেবে পাউলিনা পেয়েছেন অর্থমূল্যের পুরস্কার। সাথে আছে নিউইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বিউটি প্রোডাক্ট এবং নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনার স্কলারশিপ।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৫২   ৩৬৮ বার পঠিত