শনিবার, ২৪ জানুয়ারী ২০১৫
রক্তজবা-আল রিয়ান
Home Page » সাহিত্য » রক্তজবা-আল রিয়ানবল !
কেন এমন হল ?
মূহুর্তে সব কিছু বদলে গেল।
আমি চিরতরে হারালাম
আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে
যে স্মৃতি গুলো কেঁদে কেঁদে
ফিরে কেবলি আমারি দিকে
তুমি আজ বল
কেন এমন হল
আমার সুখ গুলো
কেন তুমি এমনি করে দু পায়ে দলো।
বল প্রিয় তুমি বল
তোমাকে অন্তর দিয়ে ভালবেসে করেছি আমি ভুল
এমনি করে দিতে হল
আজ তার মাসুল।
সে দিন যদি কোন কারণেও জানতাম
তোমায় ভালবেসে কাঁদতে হবে
তবে তোমার পানে আর
এক বিন্দু না ফিরিতাম।
হাসি মুখে নিতাম ফাঁসি
তবুও কারে কি আর অন্তর দিয়া ভালবাসি!
মরণ দূত আমার দূয়ারে আসলে
হয়তো পাইতাম না এত কষ্ট
তুমি যে কষ্ট দিয়েছ আময় তীলে তীলে
সুখী করুক আল্লাহ তোমায়
তোমার সংসার ভরে থাক ভালবাসায়
ভিবাগী হয়ে ঘুড়বো আমি পথে পথে
পর জনমে থাক যেন আমার সাথে।
বাংলাদেশ সময়: ১৯:৩০:২৫ ১৩৮১ বার পঠিত