রক্তজবা-আল রিয়ান

Home Page » সাহিত্য » রক্তজবা-আল রিয়ান
শনিবার, ২৪ জানুয়ারী ২০১৫



lkjhg.jpgবল !
কেন এমন হল ?
মূহুর্তে সব কিছু বদলে গেল।
আমি চিরতরে হারালাম
আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে
যে স্মৃতি গুলো কেঁদে কেঁদে

ফিরে কেবলি আমারি দিকে

তুমি আজ বল
কেন এমন হল
আমার সুখ গুলো
কেন তুমি এমনি করে দু পায়ে দলো।
বল প্রিয় তুমি বল
তোমাকে অন্তর দিয়ে ভালবেসে করেছি আমি ভুল
এমনি করে দিতে হল
আজ তার মাসুল।
সে দিন যদি কোন কারণেও জানতাম
তোমায় ভালবেসে কাঁদতে হবে
তবে তোমার পানে আর
এক বিন্দু না ফিরিতাম।
হাসি মুখে নিতাম ফাঁসি
তবুও কারে কি আর অন্তর দিয়া ভালবাসি!
মরণ দূত আমার দূয়ারে আসলে
হয়তো পাইতাম না এত কষ্ট
তুমি যে কষ্ট দিয়েছ আময় তীলে তীলে
সুখী করুক আল্লাহ তোমায়
তোমার সংসার ভরে থাক ভালবাসায়
ভিবাগী হয়ে ঘুড়বো আমি পথে পথে
পর জনমে থাক যেন আমার সাথে।

বাংলাদেশ সময়: ১৯:৩০:২৫   ১৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ