বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫

অতিরিক্ত শক্তি প্রয়োগ না করার আহ্বান অ্যামনেস্টির

Home Page » জাতীয় » অতিরিক্ত শক্তি প্রয়োগ না করার আহ্বান অ্যামনেস্টির
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫



103393_amnesty.jpgবঙ্গ-নিউজ:বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি, সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা ও আইন শৃঙ্খলাবাহিনীকে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।বাংলাদেশ : রাজনৈতিক সহিংসতায় মানবাধিকার পরিস্থিতির অবনতি- শীর্ষক এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, রাস্তায় সহিংসতা অব্যাহত রয়েছে। এ সব ঘটনায় কোনো সংশ্লিষ্টতার প্রমাণ ছাড়াই বিরোধী দলের সিনিয়র নেতাদের আটক করা হচ্ছে। সরকারের পক্ষে সংবাদ পরিবেশন না করলে মিডিয়া সম্পাদক ও নির্বাহীদের হয়রানি অব্যাহত আছে। উপরন্তু নিরাপত্তাবাহিনী সন্দেহভাজনদের ওপর প্রকাশ্যে গুলি করার ঘোষণা দিয়েছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননাকে বাকস্বাধীনতা সংকোচনের পথ হিসেবে ব্যবহার করছে।
এসব প্রেক্ষাপটে অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনায় সংশ্লিষ্টদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা, শুধুমাত্র রাজনৈতিক কারণ ও শান্তিপূর্ণ সভা-সমাবেশ থেকে আটকদের দ্রুত মুক্তি, আইন শৃঙ্খলাবাহিনীকে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা এবং সাংবিধানিক সংস্থাগুলোর কাজের ক্ষেত্রে মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চ

বাংলাদেশ সময়: ১৫:০৬:২৭   ২৭৩ বার পঠিত