বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫
চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
Home Page » প্রথমপাতা » চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
বঙ্গ-নিউজ:চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের চেয়ার-টেবিল আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সদর মডেল থানার এএসআই নন্দন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নেভানো হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৫ ৪০৮ বার পঠিত