বুধবার, ২১ জানুয়ারী ২০১৫
ময়মনসিংহের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক মুজিবর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হল।
Home Page » শিক্ষাঙ্গন » ময়মনসিংহের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক মুজিবর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হল।বিশেষ প্রতিনিধিঃপ্রখ্যাত শিক্ষাবিদ ২০১৪ সালের ২১ জানুয়ারি মারা যান।মৃত্যুবার্ষিকীতে দুর্গাপুরে, কলমাকান্দা, নেত্রকোনা ও ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক মুজিবর রহমানের কর্মজীবনে নেত্রকোণা কলেজ, নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। বাংলাদেশ পদার্থ বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। অবসর গ্রহণের পর নেত্রকোনা বঙ্গবন্ধু কলেজ ও সৈয়দ নজরুল ইসলাম কলেজ প্রতিষ্ঠায় ছিল তার গুরত্বপূর্ণ ভূমিকা।উনার ছেলে নেত্রকোনা-১ আসনের সাবেক সাংসদ মোশতাক আহমেদ রুহী ও তাদের পরিবার পরিজন সকলের কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮:৫৪:২০ ৪৩৩ বার পঠিত