বুধবার, ২১ জানুয়ারী ২০১৫

এবার Viber, WhatsApp চলবে পুুরোদমে

Home Page » আজকের সকল পত্রিকা » এবার Viber, WhatsApp চলবে পুুরোদমে
বুধবার, ২১ জানুয়ারী ২০১৫



শামীম, বিশেষ প্রতিনিধি, বঙ্গ-নিউজ ডট কম: নিরাপত্তার অজুহাতে সরকার সম্প্রতি বন্ধ করে দিয়েছে Viber,Line,Tango,What’s Ap এর মত জনপ্রিয় এপসগুলো। তাই বলে কি আমরাও চুপ করে বসে থাকতে পারি !!
মাথা ব্যাথার অজুহাতে (….) মহাশয় হয়তো মাথা কেটে ফেলতে পারে, কিন্তু আমরা ঠিকই খুজেঁ নিব বিকল্প। বাংলাদেশে বসেই খুব সহজেই আমরা আবার শুরু করতে পারি আমাদের Viber,Line,Tango,What’s আড্ডা ! বন্ধুরা আর কথা না বাড়ায়ে এবার চলুন দেখা যাক কি হয় !!

VPN এপস দিয়ে :

Gogle PlayStore এ “SuperVPN
free client” লিখে সার্চ দিন।
ডাউনলোড করা হয়ে গেলে Apps
টি ইন্সটল করুন, ইন্সটল
শেষে Open/Run করুন
নিচের ছবির মত আসবে

viber-cholbe.jpg
Connect বাটন এ ক্লিক করুন
I trust this application এ টিক দিন
তারপর OK করুন
কিছুক্ষণ অপেক্ষা করুন
কানেক্ট
হয়ে গেলে মিনিমাইজ করে,
চালান আপনার পছন্দের
Viber,Tango,WhatsApp,Line,MyPeople
etc.

এন্ড্রয়েড ইউজার রা -

Android phone এর settings>more networks>VPN> (+ চিহ্ন চেপে ) > add VPN

এখানে দেখবেন তিনটি বক্স ।
name , type এবং server address

name এ বসাবেন আপনার পছন্দনীয় নাম । যেমন - ukvpn , usavpn , banglavpn , CHUTIYAMI ইত্যাদি
Type হবে PPTP

server address এর জন্য , আপনি নিচের এড্রেসগুলোর যেকোন একটি ব্যবহার করতে পারেন ।

euro217.vpnbook.com (আপনার আইপি রোমানিয়া থেকে দেখাবে)
euro214.vpnbook.com ( রোমানিয়া )
us1.vpnbook.com ( ইউ এস এ )
us2.vpnbook.com ( ইউ এস এ )
ca1.vpnbook.com ( কানাডা )

এবার SAVE করুন । সেইভ করার পর আপনার দেয়া নামের (যেমন , CHUTIYAMI ) এ ক্লিক করুন । ইউজার নেইম হবে vpnbook . পাসওয়ার্ড হচ্ছে d4Eyatra

VOILA ! এখন রোমানিয়া/আমেরিকা/কানাডা থেকে আপনার আইপি পরিচালিত হচ্ছে । সুতরাং , আবার ব্লক হয়ে যাওয়া যেকোন সার্ভিস (এনিথিং , ইভেন বাংলাদেশে ফেসবুক ব্লক করলেও ) ইজ ব্যাক টু অনলাইন !!

iOS ইউজারদের জন্য -

Go to Settings > General > VPN > Add VPN Configuration > PPTP (at the top of the screen) > description এ নাম লিখুন ইচ্ছামত, say, CHUTIYAMI,
Server address উপরের পাচটি সার্ভারের যেকোন একটি।

account এ name হবে vpnbook. password হলো d4Eyatra

আর অন্যান্য সেটিং RSA SecurID = OFF
Encryption Level = Auto
Send all Traffic = ON
Proxy = OFF করে ক্লিক SAVE

_________________________________________________
Windows phone ইউজারদের জন্য

VPN service শুধু মাত্র উইন্ডোজ ৮.১ এর ক্ষেত্রে কাজ করবে ।
আপনার উইন্ডোজ কোন ভার্সনের তা দেখতে Settings>about>more info ক্লিক করুন ।

ভিপিএন সেট আপের জন্য ক্লিক Settings > VPN.

VPN profile name অংশে চাপ দিয়ে ধরে রাখুন , Edit অপশন শো করলে এডিট করুন ।

Username and Password বক্সে একই ইউজার নেইম ও পাসোয়ার্ড দিন এবং Save করুন ।

ওয়েব এড্রেস ও প্রোফাইল নাম উপরের এন্ড্রয়েড / আইওএস এর মতই হবে ।

বাংলাদেশ সময়: ১৮:১৮:৩২   ৪৮৩ বার পঠিত