মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫

১ তারিখ থেকে বিদ্যুতের দাম বাড়ছে

Home Page » জাতীয় » ১ তারিখ থেকে বিদ্যুতের দাম বাড়ছে
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫



102877_electricity.jpgবঙ্গ-নিউজ:আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের নতুন দাম কার্যকর করা হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ড. সেলিম মাহমুদ এ কথা জানিয়েছেন। দুপুরে বিদ্যুতের মূল্যবৃদ্ধি সংক্রান্ত গণশুনানি শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, আগামী ২৫ জানুয়ারির মধ্যে গণশুনানি শেষ হবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে কমিশন আদেশ দেবে।
আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাসের পরেও কেন বিদ্যুতের মূল্য বাড়ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিপিসি হয়তো বা একটা কৌশল নিয়েছে যে সামনে তেলের দাম বাড়ালেও তারা আর বাড়াবে না। ভারসাম্য রক্ষার জন্য তারা এটা করছে। আমরা সবার সাথে কথা বলবো।এর আগে সকালে টিসিবি অডিটরিয়ামে গণশুনানি শুরু হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পেশ করে। এসময় বিইআরসির কারিগরি কমিটি প্রস্তাবের ওপর মূল্যায়ন পেশ করে।
গণশুনানিতে ভোক্তাদের পক্ষে বিভিন্ন সংগঠন তাদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। বিইআরসির চেয়ারম্যান এ আর খান, সদস্য ড. সেলিম মাহমুদ, ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন, রহমান মুরশেদ ও মোঃ মাকসুদুল হক এসময় শুনানিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮:৫০:৩৮   ৩৩৭ বার পঠিত