সোমবার, ১৯ জানুয়ারী ২০১৫
বক্তব্য আসছে খালেদার
Home Page » প্রথমপাতা » বক্তব্য আসছে খালেদারবঙ্গ-নিউজঃ১৫ দিন পর কার্যালয় থেকে পুলিশ সরিয়ে নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য নিয়ে সাংবাদিকদের সামনে আসছেন কিছু সময়ের মধ্যে।
গত ৩ জানুয়ারি বের হতে বাধা দেওয়ার পর থেকে খালেদা জিয়া পুলিশের ঘেরাওয়ের মধ্যে গুলশানের ওই কার্যালয়েই রয়েছেন।
৫ জানুয়ারি বের হওয়ার চেষ্টা করে ফের বাধার মুখে পড়ে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন তিনি। এরপর তিনি আর সাংবাদিকদের সামনে আসেননি।
সোমবার ভোররাতে ওই কার্যালয়ের চারপাশ থেকে পুলিশ ও ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। দৃশ্যত এর মধ্য দিয়ে তার বের হওয়ার পথ উন্মুক্ত হল।
সোমবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির ছয়জন সদস্য আর এ গনি, মাহবুবুর রহমান, মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান ও সারোয়ারী রহমানকে কার্যালয়ে ঢোকেন।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা নাগাদ একটা বক্তব্য প্রদান করা হবে।”
কে সেই বক্তব্য দেবেন, সে বিষয়ে কিছু বলতে চাননি প্রেসসচিব।
তবে একটি সূত্র জানায়, স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর খালেদা জিয়া নিজেই সাংবাদিকদের সামনে আসবেন।
সন্ধ্যার পর খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের প্রস্তুতি দেখা যায় কার্যালয়ে।
খালেদা জিয়া এখনও ওই কার্যালয়ের দোতলায় নিজের চেম্বারেই রয়েছেন। পুলিশ সরিয়ে নেওয়ার পর দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি।
এদিকে পুলিশি বেষ্টনি চলে গেলেও কার্যালয়ের ফটকের বাইরে কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন। ভেতরে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা আছেন।
গত ৩ জানুয়ারি রাত থেকে কার্যালয়ের বাইরে ফটক ঘেঁষে পুলিশের দুই স্তরের নিরাপত্তা ছিল। ফটকে তালার পাশাপাশি কার্যালয় সংলগ্ন সড়কে ১১টি ট্রাক এনে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল।
গুলশান ২ নম্বরে ৮৬ নম্বর ওই সড়কে এখন যান চলাচল উন্মুক্ত। গত ১৫ দিন সড়কটি আটকে রেখেছিল পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯:২২:৪৫ ৩৬৯ বার পঠিত