সোমবার, ১৯ জানুয়ারী ২০১৫

নেতাকর্মীদের প্রবেশে বাধা জিয়াউর রহমানের মাজারে

Home Page » প্রথমপাতা » নেতাকর্মীদের প্রবেশে বাধা জিয়াউর রহমানের মাজারে
সোমবার, ১৯ জানুয়ারী ২০১৫



81045_zia_bg_625974253.jpgবঙ্গ-নিউজ: জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের প্রবেশে বাধা দিচ্ছে পুলিশ। সোমবার সকাল থেকে মাজার এলকায় আগত দলীয় নেতাকর্মীদের প্রবেশ পথেই আটকে দিচ্ছেন পুলিশ সদস্যরা।দুই স্তরের ব্যারিকেড দিয়ে মাজার এলাকায় প্রবেশ বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে সকালের দিকে কিছু নেতাকর্মী মাজারের ভেতর প্রবেশ করায় তারা সেখানে অবস্থান করছে।

জানা গেছে, শীতকালীন সংসদ অধিবেশন চলাকালীন অত্র এলাকায় সভা সমাবেশ, মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এব্যাপারে তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ‘জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন থাকার কারণে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাই কোন জনসাধারণকে এ এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। তবে খালেদা জিয়া অথবা বিএনপির সিনিয়র নেতারা আসলে তাদের ঢুকতে দেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, আজ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্ম বার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠসহ নানান কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি এবং এর অঙ্গ ও সহাযোগী সংগঠনগুলো। এদিকে আজ বিকাল থেকে বসছে ১০ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন। আজকের অধিবেশনে রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের ভাষণ দেয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৪৫   ৩৪৭ বার পঠিত