রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫

পর্যটন শিল্পে ধস অবরোধে

Home Page » অর্থ ও বানিজ্য » পর্যটন শিল্পে ধস অবরোধে
রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫



images4.jpgবঙ্গ-নিউজঃচলমান অবরোধের কারণে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের সংখ্যা ব্যাপকহারে কমে গেছে।

হোটেলগুলো বলছে, অবরোধের কারণে গতমাসের তুলনায় এমাসে তাদের অতিথিদের সংখ্যা ৬০ থেকে ৭০ শতাংশ কম।

আর এতে পর্যটনের মৌসুমে হোটেলগুলো বড় ধরণের ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনেক বুকিং-ও বাতিল হয়েছে।

সেখানকার বড় বড় হোটেলগুলো বলছে, তাদের ১০ শতাংশের বেশি অতিথি এখন নেই, যেখানে গত মাসেও তাদের ৮০-৯০ শতাংশ রুমই ভর্তি ছিল।

কক্সবাজারের লনং বিচ হোটেলের হেড অফ অপারেশন্স মোহাম্মদ তারেক বলছিলেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সবচাইতে বেশি মানুষ বেড়াতে যান কক্সবাজারের।

এখানকার সবচাইতে বড় আয়ের উৎসই পর্যটন।

অবরোধে যান চলাচল বাধাগ্রস্ত হওয়ায় কক্সবাজারে পর্যটকরা যেতে পারছেন না।

সেই সাথে নিরাপত্তার অনিশ্চয়তাও রয়েছে পর্যটকদের মধ্যে।

তারেক বলছেন, হোটেল চালানোর জন্য নিয়মিত খরচ কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল বা জেনারেটর চালানোর জ্বালানি ইত্যাদির খরচও উঠে আসছে না।-বিবিসি।

বাংলাদেশ সময়: ৯:৫৮:২৭   ৩৫৬ বার পঠিত