রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫
রাজধানীর কুড়িলে ট্রেনে কাটা পড়ে ইজতেমাগামী তিন মুসল্লি নিহত হয়েছেন।
Home Page » এক্সক্লুসিভ » রাজধানীর কুড়িলে ট্রেনে কাটা পড়ে ইজতেমাগামী তিন মুসল্লি নিহত হয়েছেন।বঙ্গ-নিউজঃরোববার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে পুলিশের কমলাপুর থানার ওসি আব্দুল মজিদ জানিয়েছেন।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
রেলওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে যোগ দিতে হাজার হাজার মুসল্লি ট্রেনে করে টঙ্গীর দিকে যাচ্ছেন। ট্রেনের ছাদে চড়েও যাচ্ছেন শত শত মানুষ।
সকালে ঢাকা থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেসের ছাদে চড়ে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাওয়ার পথে কুড়িল-বিশ্বরোড এলাকায় ছাদ থেকে পড়ে ওই তিনজন নিহত হন বলে ধারণা করছেন তারা।
ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সকাল সাড়ে ১০টা থেকে ১১টায় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে আয়োজক মুরুব্বিরা জানিয়েছেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের দিকে নেমেছে মুসল্লিদের ঢল। বাস, টেম্পো, ট্রেনসহ নানা বাহনে চড়ে ইজতেমা মাঠের দিকে যাচ্ছেন তারা।
বাংলাদেশ সময়: ৯:৩৩:৩৩ ৩৪২ বার পঠিত