শনিবার, ১৭ জানুয়ারী ২০১৫

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

Home Page » আজকের সকল পত্রিকা » জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
শনিবার, ১৭ জানুয়ারী ২০১৫



image_96517_0.jpgবিশেষ প্রতিনিধিঃজাতীয় স্মৃতিসৌধে পূস্পস্তক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নব নিযুক্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।শনিবার বিকেল ৩ টা ৪০ মিনিটে সাভারে স্মৃতিসৌধে পূস্পস্তক অর্পন করে এ শ্রদ্ধা জানান। এ সময় হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের আপীল বিভাগের ৯৭ জন বিচারপতি তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এরআগে বিকেল ৩ টা ৩০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান প্রধান বিচারপতি এস কে সিনহা। এ সময় স্মৃতিসৌধে তাকে স্বাগত জানান নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকারুজ্জামান। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ডাঃ এনামুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মোল্লাসহ অন্যরা।
পরে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সাতজন ও হাইকোর্টের দায়িত্বরত ৯০ জন বিচারপতিকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি সম্মান জানান হয়।
পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে অনুভূতি লিপিবদ্ধ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল ৪টা ৫ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি।
এরআগে সাংবাদিকরা প্রধান বিচারপতির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। পরে সুিপ্রম কোর্টের সহকারী রেজিস্ট্রার মোঃ আবু সায়েদ সাংবাদিকদের বলেন, আগামীকাল হাইকোর্টের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন প্রধান বিচারপতি।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩৩   ৩৬৮ বার পঠিত