বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০১৫

সকাল-সন্ধ্যা হরতাল চলছে সারাদেশে

Home Page » এক্সক্লুসিভ » সকাল-সন্ধ্যা হরতাল চলছে সারাদেশে
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০১৫



hor-por11-311x186.jpgবঙ্গ-নিউজঃবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ১২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে তা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দেশব্যাপী টানা ২৪ ঘণ্টার হরতাল ডাকা হয়েছিল।

সকালে অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীর খিলগাঁও, রামপুরা, মহাখালী ও মিরপুর এলাকায় বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। এ সময় সড়কে আগুন জালিয়ে অবরোধ সৃষ্টি করে তারা।

ভোরে খিলগাঁও জোড়পুকুর পাড় এলাকায় একটি ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন দেয় বিক্ষুব্ধরা।

অবরোধ ও হরতালের কারণে রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল কিছুটা কম। রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি এবং রাজধানীতে ঢোকেওনি। ট্রেন শিডিউলে এখনো বিপর্যয় রয়েছে।

এদিকে অবরোধের দশম দিনে সকাল-সন্ধ্যা হরতালকে ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানীর প্রতিটি ছোট-বড় সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল টিম সতর্ক প্রহারায় থাকতে দেখা গেছে। রয়েছে সাদা পোশাকধারী পুলিশের নজরধারীও।

রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় অবরোধ ও হরতালের সমর্থনে বিক্ষোভ ও অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১১:৪৮:১৭   ৩৭৭ বার পঠিত