বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫

রিয়াজের ওপর হামলায় উদ্বেগ বৃটিশ হাইকমিশনারের

Home Page » জাতীয় » রিয়াজের ওপর হামলায় উদ্বেগ বৃটিশ হাইকমিশনারের
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫



image_113916_0.png বঙ্গ-নিউজঃ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর আক্রমণ ও বাসে অগ্নিসংযোগে যাত্রীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন বৃটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।বুধবার এক বিবৃতিতে হাইকমিশনার বলেন, “আমি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর আক্রমণের ঘটনায় নিন্দা জানাচ্ছি এবং রংপুরে বাসে আক্রমণের ফলে প্রাণহানি ও আহত হওয়ার সংবাদে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

গিবসন বলেন, “আমি বাংলাদেশের মানুষের কাছে এসব অপরাধের যথাযথ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। যুক্তরাজ্য সব পক্ষকে সংযত থাকা, পরিমিতিবোধের চর্চা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সহিংসতা ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টির এই পুনরাবৃত্তি থেকে নিষ্কৃতি পেতে সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে।”

বাংলাদেশ সময়: ১৮:০৩:০১   ৩৮৫ বার পঠিত