বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫

কোন নির্বাচন কবে সফটওয়্যার বলে দেবে

Home Page » এক্সক্লুসিভ » কোন নির্বাচন কবে সফটওয়্যার বলে দেবে
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫



ec_logo_banglanews24_843068466.jpgবঙ্গ-নিউজ: অঙ্ক কষে নির্বাচনের সময় বের করার দিন শেষ! অদূর ভবিষ্যতে সফটওয়্যারই বলে দেবে কোন নির্বাচন কখন হবে। এ বিশেষ সফটওয়্যারটি তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইসি সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়।

সূত্র জান‍ায়, নির্বাচনের ডেডলাইন নিয়ে নানা মহলে নানা ধরনের তথ্যের প্রবাহ শুরু হয়ে যায়। এছাড়া মিডিয়াতেও অনেক সময় প্রকৃত তথ্য পাওয়া যায় না। তাই এবার নির্বাচনের সময়সূচি হিসেব করার জন্য একটি সফটওয়্যার ডেভেলপ করছে নির্বাচন কমিশন।

ইসির তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিভাগ প্রোগ্রামিং করে এটি তৈরি করছে বলে জানা যায়।

এ বিষয়ে ইসির আইসিটি অণুবিভাগের প্রধান ও সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বাংলানিউজকে বলেন, ইতিমধ্যে সফটওয়্যারটির কাজ অনেকদূর এগিয়েছে। শিগগিরই তা শেষ হবে। তারপরই আমরা বিভিন্ন নির্বাচনের সময়সূচি সংক্রান্ত তথ্যগুলো নিয়ে কাজ করতে পারবো।

তিনি জানান, সফটওয়্যারটিতে কোনো নির্বাচন অনুষ্ঠানের তারিখ ও প্রথম সভার তারিখ ইনপুট দিলে সঙ্গে সঙ্গে পরবর্তী নির্বাচনের কাউন্টডাউন শুরু হবে এবং ডেডলাইন কবে তা দেখাবে।

এছাড়া এ সফটওয়্যারের মাধ্যমে নির্বাচনের ফলাফলের গেজেট নোটিফিকেশন ও শপথ গ্রহণের তথ্যও সংরক্ষিত করা হবে। ফলে ভবিষ্যতে কোনো নির্বাচনের তথ্য পেতে বেগ পেতে হবে না।

নিয়ম অনুযায়ী, বিভিন্ন নির্বাচন সম্পন্ন হওয়ার পর তার মেয়াদ নির্ভর করে প্রথম সভা অনুষ্ঠানের উপর। মূলত সেদিন থেকে পরবর্তী পাঁচ বছর সময়কেই সংসদ বা স্থানীয় সরকারগুলোর মেয়াদ হিসেবে গণনা করা হয়।

সংসদ নির্বাচন শেষ করতে হয় মেয়াদ শেষ হওয়ার আগের নব্বই দিনের মধ্যে। আবার উপজেলা পরিষদ অথবা সিটি কর্পোরেশন নির্বাচন করতে হয়ে মেয়াদ শেষ হওয়ার আগের ১শ’ ৮০ দিনের মধ্যে।

দশম সংসদ নির্বাচনের আগে কবে থেকে এ নির্বাচনের কাউন্টডাউন শুরু ও কবে ডেডলাইন, তা নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন মহল থেকে প্রচারিত হয়েছিলো। এছাড়া উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশনসহ প্রায় সব নির্বাচনেই একই সমস্যার সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১১:২৫:৩২   ৩৪১ বার পঠিত