রবিবার, ১১ জানুয়ারী ২০১৫

টঙ্গীর বিশ্ব ইজেতমা মাঠে লাখো মুসল্লির মোনাজাত

Home Page » আজকের সকল পত্রিকা » টঙ্গীর বিশ্ব ইজেতমা মাঠে লাখো মুসল্লির মোনাজাত
রবিবার, ১১ জানুয়ারী ২০১৫



timthumbphp.jpgবিশেষ প্রতিনিধিঃটঙ্গীর বিশ্ব ইজেতমা মাঠে উপস্থিত লাখো মুসল্লি দুহাত তুলে আখেরি মোনাজাত সম্পন্ন করেছেন। রোববার সকাল ১১টা ২০ মিনিটে মোনাজাত শুরু হয়। প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করছেন ভারতের মাওলানা সা’দ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দফতর এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে থেকে মোনাজাতে অংশ নিচ্ছেন।

এদিকে, মোনাজাত শুরু হওয়ার পর যে যেখানে ছিলেন তারা দুহাত তুলে মোনাজাতে অংশ নেন। ইজতেমা মাঠ ছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থানকারীরাও হাত তুলে মোনাজাতে অংশ নিচ্ছেন।

ইজতেমাগামী সাধারণ মুসল্লি যারা তুরাগতীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে রওয়ানা হয়েছেন কিন্তু মোনাজাত শুরুর পর তারা সেখান থেকেই মোনাজাতে অংশ নিচ্ছেন। হাঁটতে হাঁটতেই দুইহাত তুলে ইজতেমায় যাচ্ছেন।

মোনাজাত উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নেমেছে। দেশ-বিদেশের লাখো মুসল্লি এখানে দল বেঁধে এসেছেন। লাখো মানুষের ঢলে কেউ পায়ে হেঁটে, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ প্রাইভেটকারে, কেউ কেউ ট্রাকে করে বিশ্ব ইজতেমা মাঠে এখনো উপস্থিত হচ্ছেন।

এদিকে, বনানীর কাকলি রেলস্টেশনের পাশে ছাত্রলীগ মুসল্লিদের জন্য পানি পানের ব্যবস্থা করেছে।

গত শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা মো. এহসানের আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়। বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. আব্দুল মতিন।

এর আগে বৃহস্পতিবার আসরের পর থেকেই ভারতের মাওলানা আহম্মদ লাট ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশে ঈমান, আমল ও আখলাকের প্রাক বয়ান শুরু করেন।

এরই মধ্যে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমার মাঠ। টঙ্গী এখন পরিণত হয়েছে ধর্মীয় উৎসবের নগরীতে।

ইজতেমা ময়দানে শুক্রবার বেলা দেড়টার দিকে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হন। এতে অংশ নেন লাখো মুসল্লি।

ইজতেমা মাঠে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমায় বিদেশি ও সাধারণ মুসল্লিদের নিরাপত্তা দিতে পুলিশ, আনসার ও র‌্যাব সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন।

এর চার দিন পর ১৬ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ওই পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৩:১১:২৬   ৪৩৭ বার পঠিত