রবিবার, ১১ জানুয়ারী ২০১৫

আরো ৪ মুসল্লির মৃত্যু বিশ্ব ইজতেমায়

Home Page » এক্সক্লুসিভ » আরো ৪ মুসল্লির মৃত্যু বিশ্ব ইজতেমায়
রবিবার, ১১ জানুয়ারী ২০১৫



index4.jpgবঙ্গ-নিউজ: বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরো ৪ মুসল্লির মৃত্যু হয়েছে।এ নিয়ে ইজতেমার প্রথম পর্বে মোট সাতজন মুসল্লি মারা গেছেন। তবে মাঠে জানাজা হয়েছে ৯ জনের। ইজতেমার প্রথম দিন এর বাইরে মারা যাওয়া ২ জনের ইজতেমা মাঠে জানাজা সম্পন্ন হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ইজতেমা মাঠের মুরুব্বি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন সাংবাদিকদের কাছে মুসল্লি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টায় আব্দুস সোবাহান (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তার বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার হরিচাঁদপুর গ্রামে।

এ ছাড়া শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত তিন মুসল্লি মারা যান। তাদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত সোয়া ১১টায় দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বুলারধারী এলাকার মকবুল হোসেন (৭৫), শনিবার রাত ১২টার দিকে শ্বাসকষ্টে ভুগে সিলেটের জকিগঞ্জ থানার কাদিরপুর এলাকার সাদেকুর রহমান (২০) রাত ১টার দিকে এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার সুবলপুর এলাকার তোয়াজ্জেল হোসেন (৫০) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এর আগে এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে ৬ জন মারা যান।

বাংলাদেশ সময়: ৯:৫১:০৬   ৩৯৪ বার পঠিত