শুক্রবার, ৯ জানুয়ারী ২০১৫

সাময়িকীতে শেখ হাসিনার নিবন্ধ `নিউ ইউরোপ’

Home Page » বিশ্ব » সাময়িকীতে শেখ হাসিনার নিবন্ধ `নিউ ইউরোপ’
শুক্রবার, ৯ জানুয়ারী ২০১৫



image_113277_0.jpgবঙ্গ-নিউজ: ইউরোপের বনেদী সাময়িকী ‘নিউ ইউরোপে’ বর্ষশুরুর সংখ্যায় নিবন্ধ লেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইংরেজি এই সাময়িকীটির বর্ষশুরুর বিশেষ সংখ্যায় বাংলাদেশের সরকার প্রধানের পাশাপাশি স্থান পেয়েছে ৭৫ জনের বেশি রাষ্ট্রনেতা, রাজনীতিক, চিন্তাবিদ ও বিশ্লেষকের কলাম।‘2015 ইজ গোয়িং টুবি এ মাইলস্টোন ইন ওয়ার্ল্ড হিস্ট্রি’ শিরোনামে আটশ শব্দের এই লেখায় শেখ হাসিনা বিশ্বকে নিয়ে নিজের আশাবাদী ভাবনার পাশাপাশি বাংলাদেশের অর্জনগুলোও তুলে ধরেছেন।

তিনি লিখেছেন, “ভবিষ্যৎ কী হবে, তা বলা একেবারেই যাবে না, এমনটি নয়। ভবিষ্যৎ কী হবে, তা আমরাই ঠিক করে নিতে পারি।”

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অগ্রগতি এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা বলেন, “আমরা শিখছি আগের অভিজ্ঞতা থেকে এবং ভুল থেকে। অতীত আমাদের দৃঢ় করে তুলেছে।”

বাংলাদেশ সময়: ১১:৩৯:০৬   ৩৪৮ বার পঠিত