বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০১৫

অবরোধের তৃতীয় দিন রাজধানীতে যানবাহন বেড়েছে, পুড়ল ৬ বাস

Home Page » প্রথমপাতা » অবরোধের তৃতীয় দিন রাজধানীতে যানবাহন বেড়েছে, পুড়ল ৬ বাস
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০১৫



image_113238_0.jpgবঙ্গ-নিউজ: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের তৃতীয় দিন গেল বৃহস্পতিবার। গত দুই দিনের তুলনায় এদিন রাজধানীতে যান চলাচল বেড়েছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে পুড়েছে ছয়টি যাত্রীবাহী বাস। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।রাসে আগুন দেয়ার ঘটনাগুলো ঘটেছে রাজধানীর মৌচাক, নিউমার্কেট, মতিঝিল, বনশ্রী ও লালবাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ ও সংশ্লিষ্ট এলাকার থানা সূত্রে এসব তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাজধানীতে সকাল থেকে অফিসগামী মানুষের ভিড় দেখা গেছে। আপাত দৃষ্টিতে অবরোধের কোনো প্রভাব দেখা যায়নি। তবে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহন কিছুটা কম ছিল। ফলে বিকালের দিকে অফিসফেরত যাত্রীদের যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মৌচাক এলাকার ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময় নিউমার্কেট এলাকার নীলক্ষেত মোড়ে নিউ সুপার সার্ভিস নামের আরেকটি বাসে আগুন দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মতিঝিল থানার গলিতে বেলা পৌনে দুইটার দিকে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর বনশ্রীতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রবরব পরিবহনের চলন্ত বাসটি থামিয়ে চার-পাঁচজন যুবক তাতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভায়।

সকালে মতিঝিলে দিবানিশি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটিতে তখন কোনো যাত্রী ছিল না। এ ছাড়া লালবাগে একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এসব ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

বাংলাদেশ সময়: ২০:১৬:২৬   ৩৮৫ বার পঠিত