বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০১৫
আসুসের স্মার্টফোন ৪ জিবি র্যাম নিয়ে
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » আসুসের স্মার্টফোন ৪ জিবি র্যাম নিয়েবঙ্গ-নিউজ: জেনফোন ২ নামে ৪ জিবি ৠামের একটি স্মার্টফোন আনলো তাইওয়ান ভিত্তিক ইলেক্ট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আসুস। এটিই বিশ্বের প্রথম ৪ জিবি র্যামের স্মার্টফোন।আগামী মার্চ থেকে ভিন্ন পাঁচ রঙে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে আসুস।
৫.৫ ইঞ্চি পর্দার হ্যান্ডসেটটির মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ২.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরের হ্যান্ডসেটটির ৠাম ৪ জিবি।
জেনফোন ২’র অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়ে অ্যান্ড্রয়ডের ললিপপ ৫ ভার্সন। দুই সিম ব্যবহার সুবিধাসম্পন্ন হ্যান্ডসেটটির ব্যাটারির ধারণক্ষমতা তিন হাজার এমএএইচ।
এছাড়া জেনফোন জুম নামে আরেকটি হ্যান্ডসেট এনেছে আসুস। হ্যান্ডসেটটির বিশেষত্ব হলো এর ১৩ মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে তিনগুন অপটিক্যাল জুমে ছবি তোলা সম্ভব।
বাংলাদেশ সময়: ১২:৩৬:৫৩ ৩৫২ বার পঠিত