বুধবার, ৭ জানুয়ারী ২০১৫

বিএসএফের গুলিতে নিহত ফেলানীর মৃত্যুবার্ষিকী আজ

Home Page » জাতীয় » বিএসএফের গুলিতে নিহত ফেলানীর মৃত্যুবার্ষিকী আজ
বুধবার, ৭ জানুয়ারী ২০১৫



front041.jpgবঙ্গ-নিউজ:সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার দরিদ্র মা-বাবা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত হয় ফেলানী। কাঁটাতারের বেড়ায় ফেলানীর ঝুলে থাকা লাশের ছবি দেশী-বিদেশী মিডিয়ায় প্রকাশের পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।
ফেলানীর বাবা নুরু মিয়া জানান, মেয়ে হত্যার বিচার পাওয়ার আশায় তিনি কয়েকবার ভারতে গেছেন। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। মেয়ে হত্যার বিচার পাবেন কি না এ নিয়ে তার পরিবার আশঙ্কায় রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ৮:৫৯:৪৯   ৩৩৫ বার পঠিত