মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০১৫
বাড়তি ফি ফেরত না দিলে কমিটি বাতিলঃএসএসসি
Home Page » এক্সক্লুসিভ » বাড়তি ফি ফেরত না দিলে কমিটি বাতিলঃএসএসসিবঙ্গ-নিউজঃএসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফির বাইরে যে বাড়তি অর্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে নিয়েছে তা ফেরতের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।আদেশে বলা হয়, “সচিব ও ১০ বোর্ডের চেয়ারম্যান এই মর্মে আদেশ জারি করবে যে, সমগ্র বাংলাদেশে যে সব বিদ্যালয় সরকার নির্ধারিত এসএসসি পরীক্ষার ফি এবং আইনগতভাবে আদায়যোগ্য ফি বহির্ভূত কোনো বাড়তি ফি আদায় করেছে, সেসব ফি আগামী ২০ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ফেরত দেবে।”
তা না হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে আদালত।
“ওইসব ব্যবস্থাপনা কমিটির সদস্যরা পরবর্তী তিন বছরের জন্য ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং কমিটির নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হবেন।”
বাংলাদেশ সময়: ১৩:৪৪:৩৮ ৩৪১ বার পঠিত