রবিবার, ৪ জানুয়ারী ২০১৫
যুদ্ধ চাইছে ভারত
Home Page » বিশ্ব » যুদ্ধ চাইছে ভারতবঙ্গ-নিউজ:পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত সীমিত পরিসরে যুদ্ধ চাইছে। তবে যেকোনো আগ্রাসনের জবাব দেয়ার ক্ষমতা রাখে পাকিস্তান।তিনি পার্লামেন্ট অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বলেন, অবস্থা দেখে মনে হয় ভারত ভালোবাসা ও শান্তির ভাষা বোঝে না। খাজা আসিফ বলেন, পাক প্রধানমন্ত্রী ভারতসহ সব প্রতিবেশি দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু ভারতের পক্ষ থেকে এ ধরনের কোনো সদিচ্ছা আমরা দেখছি না।
পাক প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, “ভারত সবসময় চায় সীমান্তে সীমিত আকারে যুদ্ধের মাধ্যমে আমাদেরকে ব্যস্ত রাখতে। তারা এখন সেই একই কৌশল অনুসরণ করছে এবং আমাদের সেনাবাহিনীকে সব ফ্রন্ট ব্যস্ত রাখার চেষ্টা করছে। এর মাধ্যমে ভারতীয় নেতৃত্বের মধ্যে যে পাকিস্তানবিরোধী তীব্র মনোভাব তা পরিষ্কার হয়ে উঠেছে।”
সীমান্তে অব্যাহত গোলাগুলি প্রসঙ্গে খাজা আসিফ বলেন, ভারত চায় না পাকিস্তান সন্ত্রাসবিরোধী অভিযানে সফল হোক। এ জন্যই তারা সীমান্তে নিয়মিত গোলাগুলি চালিয়ে পাকিস্তানি সেনাদেরকে এদিকে ব্যস্ত রাখছে।
সূত্র : রেডিও তেহরান।
বাংলাদেশ সময়: ২১:৪০:৪১ ২৬৩ বার পঠিত