রবিবার, ৪ জানুয়ারী ২০১৫
জামাল উদ্দিন আহমদের ইন্তেকাল সাবেক উপপ্রধানমন্ত্রী
Home Page » সংবাদ শিরোনাম » জামাল উদ্দিন আহমদের ইন্তেকাল সাবেক উপপ্রধানমন্ত্রীবঙ্গ-নিউজ: সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।শনিবার রাত ১০টায় রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে উড়োজাহাজে তার মরদেহ নেয়া হবে চট্টগ্রাম। সেখানে জমিয়তুল ফালাহ মাঠে দ্বিতীয় এবং ফটিকছড়ির দৌলতপুর গ্রামে তার প্রতিষ্ঠিত স্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
১৯৫৪ সালে সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত জামাল উদ্দিন পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের আমলে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ১৯৮২ সাল পর্যন্ত তিনি ওই দায়িত্বেই ছিলেন। ১৯৮৯ ও ১৯৯২ সালে দুই মেয়াদে বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সংগঠন আইসিএবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১:৫০:০১ ৩২১ বার পঠিত