শুক্রবার, ২ জানুয়ারী ২০১৫

ম্যানহোল পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

Home Page » সংবাদ শিরোনাম » ম্যানহোল পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু
শুক্রবার, ২ জানুয়ারী ২০১৫



53_dhakamedicai_deadbody_02012015_000001.jpgনুরু মিয়া (৬০) ও দিলা মিয়া (৬২)। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।মুগদা থানার ওসি ওমর ফারুক বলেন, মানিকনগর মডেল স্কুল সংলগ্ন সড়কে ম্যানহোল পরিষ্কার করার সময় ওই দুইজন সংজ্ঞা হারান। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যান স্থানীয়রা।

নজরুল নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপোতালে বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দুজনকে ম্যানহোলে আটকে থাকতে দেখে কয়েকজন মিলে তাদের হাসপাতালে নিয়ে আসেন তারা।

মুগদার ওসি বলেন, নুরু বা দিলা মিয়া সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নন।

“ওই ম্যানহোলের কারণে কোনো বাড়ির পয়ঃনিষ্কাশন লাইনে হয়তো সমস্যা হচ্ছিল। তাই হয়তো ব্যক্তিগতভাবে কেউ তাদের নামিয়েছিল।”

দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩০   ৩৪৮ বার পঠিত