রবিবার, ২৮ ডিসেম্বর ২০১৪
যাত্রাপথ পরিবর্তন করতে চেয়েছিলেন পাইলট
Home Page » আজকের সকল পত্রিকা » যাত্রাপথ পরিবর্তন করতে চেয়েছিলেন পাইলটডেস্কঃএয়ার এশিয়ার নিখোঁজ ফ্লাইট কিউজেড ৮৫০১ বাজে আবহাওয়ার কারণে যাত্রাপথ পরিবর্তন করতে চেয়েছিল। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির পাইলট নিদৃষ্ট ফ্লাইট প্লান পরিবর্তনের অনুরোধ করেছিলেন। মালয়েশিয়া ভিত্তিক এয়ারলাইন্স এয়ার এশিয়া তাদের ফেসবুক পাতায় প্রকাশিক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
প্রাথমিকভাবে প্রকাশিত বিবৃতিতে নতুন তথ্য যোগ করে তারা জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় ভোট ৫ টা ৩৫ মিনিটে সুরাবায়য়ার জুয়ান্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ৭ টা ২৪ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এয়ারবাস এ৩২০-২০০ মডেলের বিমানটির রেজিস্ট্রেশন নম্বর পিএক্স-এএক্সসি। বিমানটিতে পাইলট ছিলেন দুজন। চার জন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং একজন প্রকৌশলী ছিলেন। প্রধান পাইলটের ৬১০০ ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে। আর দ্বিতীয় পাইলট অর্থাৎ ফার্স্ট অফিসারের উড্ডয়নের অভিজ্ঞতা ২২৭৫ ঘণ্টার। যাত্রী ছিলেন ১৫৫ জন।
এর মধ্যে ১৩৮ জন প্রাপ্ত বয়স্ক, ১৬ জন শিশু এবং একজন নবজাত। বিদেশী নাগরিকদের মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফ্রান্সের একজন করে নাগরিক এবং ৩ জন দক্ষিণ কোরিয়ান ছিলেন। বাকিরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। বিবৃতিতে আরও বলা হয়, বিমানটি পূর্ব নির্ধারিত ফ্লাইট প্লানেই ছিল। বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবার আগে পাইলট খারাপ আবহাওয়ার কারণে যাত্রাপথ পরিবর্তন করতে চেয়েছিলেন। নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে তা জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩:২৮:৫৪ ৩৬৬ বার পঠিত