বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০১৪
রাজধানীতে ৩ শতাধিক সোনার বার ও চার বস্তা মুদ্রা উদ্ধার
Home Page » জাতীয় » রাজধানীতে ৩ শতাধিক সোনার বার ও চার বস্তা মুদ্রা উদ্ধারবঙ্গ-নিউজ ডটকম (আমিনুল): রাজধানীর পুরানা পল্টনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিন শতাধিক সোনার বার এবং চার বস্তা দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করছে গোয়েন্দা সংস্থা।
পুরানা পল্টনের ২৯/১ এর `ঠিকানা` নামের বাড়ির ৭ তলায় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে থেকে শুরু হওয়া অভিযান এখনো চলছে।
ওই বাসার মালিক মোহাম্মদ আলী দাবি করেছেন, তার বাসা থেকে গোয়েন্দা সংস্থার লোকজন যেসব টাকা উদ্ধার করছে তা তার ব্যবসার টাকা। সাফা ডেভলপার কোম্পানি এবং আলী সুইটস নামে তার দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
তিনি বলেন, ‘আমি ইচ্ছে করেই টাকাগুলো ব্যাংকে না রেখে বাসায় রেখেছি।’
উদ্ধার হওয়া স্বর্ণের ব্যাপারে তিনি জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তার কাছে এসব সোনা রাখতে দিয়েছেন। তিনি (রিয়াজ) আগে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।
শুল্ক গোয়েন্দা সংস্থার উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, পুরানা পল্টনের এ বাসায় অবৈধ স্বর্ণ এবং দেশি-বিদেশি হুন্ডির টাকা আছে খবর পেয়ে অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, ‘অভিযানের শুরুতে বাসার মালিক মোহাম্মদ আলী দাবি করেছিলেন তার কাছ ২০০ সৌদি রিয়াল আছে। কিন্তু অভিযান শুরুর পর কয়েক বস্তা মুদ্রা উদ্ধার করা হয়েছে। যার বেশির ভাগই সৌদি রিয়াল। আলমারি এবং বাসার দেয়ালে বিশেষভাবে তৈরি করা গোপন স্থান থেকে সোনা ও টাকা উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৩১:৪৭ ২৩০ বার পঠিত