বুধবার, ২৪ ডিসেম্বর ২০১৪
বকশীবাজারে আ.লীগ-বিএনপি রক্তক্ষয়ী সংঘর্ষ
Home Page » জাতীয় » বকশীবাজারে আ.লীগ-বিএনপি রক্তক্ষয়ী সংঘর্ষবঙ্গ-নিউজ ডটকম: বকশীবাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সংঘর্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিএনপি দাবি করেছে, তাদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছোড়ে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ আদালতে এই দুই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতের চারপাশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। পুলিশ ওই এলাকার সড়কগুলোতে যানবাহন ও মানুষের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে।
অন্যদিকে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বকশীবাজার থেকে ফজলে রাব্বি হল পর্যন্ত রাস্তা আটকে মিছিল করে। সকাল ১০টার দিকে বকশীবাজার মোড়ে মিছিল বের করার চেষ্টা করলে ছাত্রদলের চার কর্মীকে আটক করে পুলিশ। এরা হলেন আরিফুল ইসলাম (২১), সুমন (২০), রেজোয়ান মন্ডল (১৯) ও আলামিন (২৪)।
বাংলাদেশ সময়: ১২:৫০:৩১ ২৬৯ বার পঠিত