বুধবার, ২৪ ডিসেম্বর ২০১৪
বিদ্যুৎ বিভ্রাটে ২ ঘণ্টা অচল শাহ আমানত
Home Page » জাতীয় » বিদ্যুৎ বিভ্রাটে ২ ঘণ্টা অচল শাহ আমানতবঙ্গ-নিউজ ডটকম (আমিনুল): বিদ্যুৎ বিভ্রাটের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বুধবার ভোর সাড়ে ৬টার দিকে হাঠাৎ বিদ্যুৎ চলে গেলে থমকে যায় বিমানবন্দরের কার্যক্রম। এ সময় কোনো ফ্লাইট ছাড়ার সূচি না থাকলেও দুটি উড়োজাহাজের অবতরণ বিলম্বিত হয়।মেরামত শেষে সকাল ৮টা ২০ মিনিটে বিমানবন্দর আবার সচল হয় বলে সিভিল এভিয়েশন ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিদ্যুৎ চলে যাওয়ার পর দেখা যায় বিমানবন্দরের পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেল হ্যাং হয়ে গেছে। সেটি ঠিক করতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায়। এ সময় বিমানবন্দরে বিদ্যুৎ ছিল না।”
বিদ্যুৎ না থাকায় এ সময় বিমানবন্দরের সংকেত-বাতিও জ্বলেনি। ফলে বিমান ওঠানামা অসম্ভব হয়ে দাঁড়ায়।
বিমানবন্দর ব্যবস্থাপক জানান, ওই সময়ের মধ্যে মাস্কট থেকে ওমান এয়ার এবং ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট চট্টগ্রাম পৌঁছানোর কথা থাকলেও অবতরণ বিলম্বিত হয়।
পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলে গোলযোগের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১:১৪:০৬ ২৭২ বার পঠিত