বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪

৩৪তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Home Page » প্রথমপাতা » ৩৪তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪



pscbuilding.jpgবঙ্গ-নিউজঃচৌত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮২২ জন চাকরিপ্রত্যাশী, যাদের এবার মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।
এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জানুয়ারি থেকে।

এছাড়া টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৩৪ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফল জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:২৯:৪৩   ৩৩৫ বার পঠিত