মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪

রক্ত দিয়েছে স্বাধীনতা –ডা.সুরাইয়া হেলেন

Home Page » সাহিত্য » রক্ত দিয়েছে স্বাধীনতা –ডা.সুরাইয়া হেলেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪



th1.jpg

আমি রক্ত দেখেছি…. !
তাজা লাল টকটকে,টগবগে ঝরে পড়া রক্ত,
চাপচাপ রক্ত,উষ্ঞ গড়িয়ে পড়া রক্ত,
ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত,
গাঢ় তেঁতুল সস রং জমাট বাঁধা রক্ত,
কালো কুচকুচে আলকাতরা শুকিয়ে যাওয়া রক্ত !
৭১-এর ৯মাসের,৩০লক্ষ শহীদের রক্ত এগুলো !একদিন এক ছোট্ট চঞ্চল চড়ুই,তার ডানায় আনন্দ মেখে
জানালা গলে আমার ঘরে ঢুকে,উড়ে উড়ে হুটোপুটি করছিলো!
হঠাৎ ঘুরন্ত বৈদ্যুতিক পাখার ব্লেডে,তার মাথা ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেলো!
কোন নিপুণ বিখ্যাত সার্জন যেমনিভাবে নিখুঁত অপারেশনে কোন অঙ্গপ্রত্যঙ্গ কাটে,
ঠিক তেমনি মসৃণ ছিলো কাটা গলা আর শরীরটা !
আলতা আর সিঁদুর-গোলা রক্তে লাল হয়ে গেলো মেঝে!
ছোট্ট শরীরটা উষ্ঞতা নিয়ে তখনো তড়পাচ্ছিলো,
সামান্য প্রতিবাদ!অল্প সময়েই সমাপ্তি !
কিন্তু ঘটনাটা একটা মৃত্যু-অনাকাঙ্খিত মৃত্যু !
আজো সে দৃশ্য মনে পড়লে আমার শরীর থরথর কাঁপে,
গা গুলিয়ে চেতনাহীনতার অন্ধকারে ডুবে যেতে থাকি আমি !

কিন্তু ৭১-এ এক সাগর রক্ত,যেটা ছিলো আমার বাবা,চাচা,
মামা,ভাই,আত্মীয়,বন্ধু,প্রতিবেশি,চেনা-অচেনা স্বদেশী বাঙালী ভাইবোনের,
সেই রক্ত দেখে আমি ভয় পাইনি,চেতনা হারাইনি,
হয়েছি সাহসী,প্রতিবাদী,স্বাধীনতাকামী এক বাংলাদেশী !
সে রক্ত আমার হৃদয়ের ভেতর পুরোটা ধারণ করেছি,
শিরায় শিরায় প্রতিটি কোষে তা আজও প্রবাহিত হয়ে
আমাকে মনে করিয়ে দিচ্ছে,….
ত্রিশ লক্ষ বীর শহীদ আর বীরাঙ্গনা মা-বোনের আত্মত্যাগের কথা,
যারা আমাকে একটি স্বাধীন দেশ আর পতাকা দিয়েছে !

বাংলাদেশ সময়: ১৪:০২:২১   ৩৮৮ বার পঠিত