সোমবার, ১৫ ডিসেম্বর ২০১৪

সাভারের জাতীয় স্মৃতিসৌধ সেজেছে

Home Page » আজকের সকল পত্রিকা » সাভারের জাতীয় স্মৃতিসৌধ সেজেছে
সোমবার, ১৫ ডিসেম্বর ২০১৪



image_90898_0.jpgডেস্ক রিপোর্টঃ
মহান বিজয় দিবসের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত। ধোয়ামোছা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং রংতুলির আচড়ের কাজ শেষ হয়েছে গতকালই। একই সঙ্গে সম্পন্ন করা হয়েছে নিরাপত্তার সব ব্যবস্থা।এ দিন থাকবে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয়। এ জন্য প্রয়োজনীয় মহড়াও শেষ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র গতকাল জানিয়েছে, ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ জামানের নেতৃত্বে ও তত্ত্বাবধানে নিরাপত্তার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সামরিক বাহিনীর সদস্যরা শেষ করেছেন তাদের চূড়ান্ত মহড়া। সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সতীনাথ বসাক জানান, এবার একটু বেশি সময় নিয়ে বিশাল এলাকা অটোমেশিন দিয়ে ধোয়ামোছার কাজ করা হয়েছে। ফুলে ফুলে এবং সবুজের আলপনায় জাতীয় স্মৃতিসৌধকে সাজানো হয়েছে। লেকসহ ১০৮ একরজুড়ে জাতীয় স্মৃতিসৌধের পুরো এলাকা নতুন করে সংস্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:২৫   ৩৭৭ বার পঠিত